পরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাধা রাজনীতি : সেতুমন্ত্রী
রাজনৈতিক বাধা অতিক্রম করে চট্টগ্রামের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ছাড়াও বিভিন্ন পরিবহন সমিতির নেতারা বক্তব্য দেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা এটা কিন্তু পরিচ্ছন্নতার অংশ। পরিচ্ছন্নতা থাকবে না যদি পরিবহন ব্যবস্থা পরিচ্ছন্ন না হয়। কাজেই পরিবহন ব্যবস্থাকে আমাদের পরিচ্ছন্ন করতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা রাজনীতি। এই রাজনৈতিক বাধাকে আমাদের অতিক্রম করতে হবে যে কোনো মূল্যে। সে বাধা যেখান থেকেই আসুক।’
এ সময় ওবায়দুল কাদের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে উদ্দেশ করে বলেন, ‘আমি আপনার সাথে আছি। আমি ঢাকার দুই মেয়রকেও বলেছি। কারণ আমার বিশ্বাস, দেশরত্ন শেখ হাসিনার সমর্থন আমাদের ওপর আছে। কাজেই আমরা পরিচ্ছন্ন নগরী, জলাবদ্ধতামুক্ত নগরী গড়তে আপনার যা যা পদক্ষেপ নিতে হয় নেবেন। এর মধ্যে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এটা কিন্তু পরিচ্ছন্নতার অংশ।’
সেতুমন্ত্রী নগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করার পাশাপাশি নতুন মেয়রকে শুভেচ্ছা জানিয়ে লাগানো বিলবোর্ডগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করেন। মন্ত্রী আরো বলেন, পৃথিবীর কোনো দেশে এমন বিশৃঙ্খলভাবে বিলবোর্ড নেই। বন্দর নগরীর শোভা হারাচ্ছে বিলবোর্ড ও ব্যানারের কারণে।
এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশায় মানসম্মত মিটার সংযোজন, মিটার ব্যবস্থা চালু, হাইওয়ে সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানান ওবায়দুল কাদের।
গত ২৮ এপ্রিল বন্দর নগরীর নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর আ জ ম নাছিরকে শুভেচ্ছা জানিয়ে নগরীর অলিগলি জুড়ে শত শত বিলবোর্ড লাগানো হয়।