দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র
ঠাকুরগাঁও শহরে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাহমুদুর রহমান (১৪) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের দেশ এক্স-রে ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহমুদুর রহমান (১৪) ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া মহল্লায় অবস্থিত পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং কলেজপাড়া মহল্লার আলী আকবের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শহরের হাজীপাড়া মহল্লার পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল মাহমুদুর রহমান। পথে শহরের দেশ এক্স-রে ক্লিনিকের সামনে ১০/১২ দুর্বৃত্ত তার পথরোধ করে এবং মারধর করে। একপর্যায়ে মাহমুদুর পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার পিঠে ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজনে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী মাহমুদুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।