ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আলাদা ঘটনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নুরুল ইসলাম ও বুলবুল। তাঁদের মধ্যে নুরুলকে মাদক ব্যবসায়ী ও বুলবুলকে ডাকাত বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের ভাষ্য, গতকাল রাতে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকা থেকে নুরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তাঁকে নিয়ে মেরাশানি বাজার এলাকায় যায় পুলিশ। সে সময় নুরুল ইসলামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, সালামত উল্লাহ, মহিউদ্দিন, জালাল উদ্দিন, কনস্টবল নুরুজ্জামান ও সাইফুল ইসলাম। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা, একটি পাইপ গান, দুটি কার্তুজ ও দুটি রামদা উদ্ধার করেছে।
ডিবির ওসি আরো জানান, ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগরের খেতাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ডিবি ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাত দল পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে বুলবুল নামে এক ডাকাত গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয় বলেও জানান ওসি।