সহিংসতা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে সহিংসতা ও নাশকতা বন্ধের দাবিতে আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ শহরে মানববন্ধন করেছে সর্বস্তরের জনতা।
জেলা তরুণ লীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ব্যানারে দুপুর ১২টার দিকে শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। দুপুর ১টা পর্যন্ত এ মানববন্ধনে ব্যবসায়ী, রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, বর্তমান দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, জেলা তরুণ লীগের ভারপ্রাপ্ত সভাপতি আদর দাস, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান মতিন মোল্লা, জেলা তরুণ লীগের সহ-সভাপতি শামীম ঢালী প্রমুখ।