শিক্ষা সফরের বাসে ডাকাতি, শাস্তির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ
মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দিতে পৌর কলেজের শিক্ষা সফরের গাড়িবহরে ডাকাতির প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর-কাথুলী সড়কের পৌর কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের নেতৃত্বে মানববন্ধনে উপাধ্যক্ষ মহাসিন আলী, প্রভাষক সোহরাব উদ্দিন, আলিব উদ্দিন, আজাদ আলী, আহসানুল হক, মাজহারুল ইসলাম, শামিম বশির, খুরশিদা খাতুন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী, ছাত্রলীগ নেতা বুলবুল হোসেন, শাকিল হোসেন, তহিবুল ইসলামসহ কলেজের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা উভয় পাশের সড়ক অবরোধ করে রাখেন। পরে শিক্ষার্থীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
অধ্যক্ষ একরামুল আযীম তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা সফরের গাড়িতে গণডাকাতি একটি ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের একটি ঘটনা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পুলিশ দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে এ ধরনের ঘটনা আরো বাড়তে থাকবে। অচিরেই ওই ডাকাতির সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
গত রোববার ছয়টি বাস ভাড়া করে নওগাঁর পাহাড়পুরের সোমপুর বোদ্ধ বিহারে শিক্ষা সফরে যান মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ঘোরাঘুরি শেষে রোববার দিবাগত রাত ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে বাসগুলো পৌঁছালে ডাকাতরা গাছ কেটে রাস্তায় ফেলে হামলা চালায়। তারা অস্ত্র দেখিয়ে ঘণ্টাব্যাপী টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে চলে যায়।