কুষ্টিয়ায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু কুষ্টিয়ার পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। তাঁর লাশ ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, তিনটি গুলি, একটি করাত ও তিনটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহার রঞ্জনসহ তিন পুলিশ সদস্য আহত হন।
কুষ্টিয়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম জানান, গতকাল দিবাগত রাতে জেলার খোকসা উপজেলার শিমুলিয়া সেতুর কাছে আদিবাসী অফিসের সামনের সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে যায়। এ সময় ডাকাতদল ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে গুলিবিদ্ধ হন মিন্টু।
ওসি আরো জানান, বন্দুকযুদ্ধের পর অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।