জঙ্গিবাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে সরকার : ফখরুল
জঙ্গিবাদকে ব্যবহার করে সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
বিএনপির এ নেতা বলেন, ‘একটা ইস্যু যখন জনগণের সামনে চলে আসে, যেটা জনগণের স্বার্থকে বিঘ্নিত করে। তখন আরেকটি ইস্যু তৈরি করে আওয়ামী লীগ সেটাকে ধামাচাপা দিতে চায়। এটা তাদের একটা হীন কৌশল।’
ফখরুল বলেন, ‘আমরা প্রথমেই বলেছিলাম এই জঙ্গিবাদকে নির্মূল করার জন্য জাতীয় ঐকমত্যের সৃষ্টি করা প্রয়োজন। সে জন্য আমরা আহ্বানও জানিয়েছিলাম। কিন্তু সরকার সেই আহ্বানে সাড়া না দিয়ে আজকে জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে বলে আমরা মনে করি।’ জঙ্গিবাদের বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তার বেশির ভাগ ক্ষেত্রেই তাদের বিচারাধীন অবস্থায়ই হত্যা করা হচ্ছে। এ কারণে জঙ্গিবাদ দমনে আদৌ সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকারপ্রধান রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করে জনসভা করছেন। আর সেখানে নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন। ২০১৪ সালের মতো আর কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও সরকারকে সতর্ক করেন মির্জা ফখরুল।