রোয়াংছড়িতে আ. লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে একটি মোটরসাইকেল এবং ঘরের একাংশ পুড়ে যায়। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।
কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা জানান, মোটরসাইকেল সব সময় ঘরের সিঁড়ির নিচে রাখা হয়। আগুন দেখার পর প্রচুর ধোঁয়া ও তাপের কারণে কেউ নিচে নামতে পারেনি। অগ্নিকাণ্ডের সময় পরিবারের লোকজন বাড়িতেই ছিল। স্থানীয়রা ছুটে এসে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার এনটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।