ট্রাকের সঙ্গে সংঘর্ষের বাস খাদে, মা-ছেলেসহ নিহত ৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। তাঁদের মধ্যে মা ও তাঁর শিশুসন্তান রয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের বাস সৈয়দপুর যাচ্ছিল। জুম্মারঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ চারজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা অন্তত ১০ যাত্রী। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরেক শিশু মারা যায়।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে, তাঁরা হলেন—নীলফামারীর জলঢাকার ধর্মপাল গ্রামের আবদুল ওহাব মণ্ডল, দিনাজপুরের খানসামা উপজেলার আশরাফুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের শাপলা বেগম (২৮) ও তার শিশুসন্তান আবদুল আলিম (৬)। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।