সংলাপ দিয়ে সন্ত্রাস মোকাবিলা নয় : সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘একটি মৃত্যু দেখে সারা পৃথিবী শিউরে উঠেছে। আর আমার দেশের মৃত্যু? প্রতিদিন? এটা বিশ্ব দেখছে না? বিশ্বের অনেক দেশ বলছে আপনারা সংলাপ করুন। কিসের সংলাপ, কার সঙ্গে সংলাপ?’
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তিতে ছয় দিনব্যাপী নাট্য উৎসব ও খোকন স্মৃতি পদক প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর এ সব কথা বলেন।তিনি বলেন, ‘সন্ত্রাসের সঙ্গে মোকাবিলা করতে গেলে কি সংলাপ দিয়ে মোকাবিলা করতে হয়? পৃথিবীর কোনো দেশে হয় না।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাকে যদি পুড়িয়ে মারে, সেটার পেছনে যুক্তি খুঁজে পাওয়া যাবে। যে লোকটা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের এমপি, আমার রাজনৈতিক প্রতিপক্ষ। ওকে পুড়িয়ে মারলে আমার অনেক লাভ। সেটা হতেই পারে। কিন্তু একটা সাধারণ মানুষ, একজন বাসের চালক, একজন রিকশাচালক, একজন শিশু, একজন মা যারা কোনো দল করে না, যারা কোনো রাজনৈতিক মতবাদ প্রচার করে না,যারা শুধু জীবনযাপন, দিনযাপন করে সে মানুষগুলোকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং পুড়িয়ে মারা হচ্ছে।’
আসাদুজ্জামান নূর আরো বলেন, ‘এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে ১০০ কোটি টাকা লাগে। এর মানে এরপর যে সরকার আসবে তার বিরুদ্ধ পক্ষ এভাবে ১০০ কোটি টাকা খরচ করে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করবে? তারপর তার সাথে সংলাপে বসতে হবে। এবং তার সাথে একটা কম্প্রোমাইজ করতে হবে। তার হাতে ক্ষমতাটা তুলে দিতে হবে। এটা কি রাজনীতি হতে পারে?
আয়োজক সংগঠনের সভাপতি সুজন হায়দার জনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল এম এমদাদ হোসেন, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আ. ক. ম গিয়াসউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি চৌধুরী মোস্তফা আল-মামুন টিটু, বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাগর প্রমুখ।