মেহেরপুরে কালীমন্দির থেকে প্রতিমা চুরি
মেহেরপুর শহরের সিদ্ধেশ্বরী কালীমন্দির থেকে চারটি প্রতিমা চুরি হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর যেকোনো সময় মূর্তিগুলো চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি কিশোর পাত্র জানান, রাত ৮টা পর্যন্ত মন্দির তালাবদ্ধ অবস্থায় ছিল। এর পরই মন্দিরে আসেন পুরোহিত তপন বন্দ্যোপাধ্যায়। রাত ৯টা পর্যন্ত চলে পূজা-অর্চনা। এর পরই জিনিসপত্র গোছাতে গিয়ে তিনি দেখেন, রাধা, কৃষ্ণ, গোপাল ও সরস্বতী দেবীর মূর্তি নেই। বিষয়টি তিনি মন্দির কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে মন্দিরের দায়িত্বে থাকা ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনাস্থলে যান।
কিশোর পাত্র আরো জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আন নূর যায়েদ মূর্তি চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।