ঝিনাইদহে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভারত থেকে গরু আনার সময় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মহেশপুরের লেবুতলা গ্রামের মিরাজ মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৯) ও একই উপজেলার জলুলী গ্রামের শাহাদত আলীর ছেলে ফয়জেল (৪০)।
মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জুলুলী বিওপির নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, মহেশপুরের লেবুতলা গ্রামের কাছে ভারত থেকে গরু আনার সময় বিএসএফের কাশিপুর ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত ও একজন আহত হন। আহত ব্যক্তি উপজেলার শলিষাঘাটা গ্রামের কালাম পালিয়ে যশোর হাসপাতালে চিকিৎসা নেন। দুপুরে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায় ।
এদিকে দুজন নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি যশোর ২৬ ব্যাটালিয়নের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান ও মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন এবং বিএসএফের কোম্পানি কমান্ডার ডি কে পারাম মানিক। লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি দিয়েছে বিজিবি।
এদিকে প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, ভোর রাতে গুলির শব্দে তাঁদের ঘুম ভাঙে। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে ছুটে যান। সকালে নিহতদের লাশ সীমান্ত নদী কোদলার পাড়ে কাঁটাতারের বেড়ার কাছে পড়ে থাকতে দেখেন তাঁরা। লাশ আনতে গেলে বিএসএফ ফেরত দেয়নি।
যাদবপুর ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ভারতের কাশীপুর সীমান্তের বিএসএফ এ ঘটনা ঘটিয়েছে। বিএসএফ ক্যাম্পে তিনি ৩০-৩৫টি গরু দেখেছেন।