বিএনপি একটি প্রতিবন্ধী রাজনৈতিক দল : স্বাস্থ্যমন্ত্রী
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হওয়ার পরেও নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপিকে প্রতিবন্ধী দল বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যোগাযোগ বৈকল্য বিভাগের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যদি ইলেকশন আনফেয়ার (অস্বচ্ছ) হয়, তাহলে রেজাল্ট ফেয়ার (স্বচ্ছ) হবে কীভাবে? দুটোই তো আনফেয়ার হয়ে যায়। কুমিল্লায় শুধু সুষ্ঠু হয়েছে অন্যখানে সুষ্ঠু হয়নি বিষয়টি তা নয়, সব সুষ্ঠু হয়েছে। সরকার যদি আন্তরিক হয়, প্রশাসন যদি আন্তরিক হয় তাহলে ইলেকশন অবশ্যই সুষ্ঠু হয় এবং হবেই। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, জনগণ যে রায় দেবে সে রায় আমরা মেনে নেব।’
প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, তিনি বাংলাদেশে প্রচণ্ড একটি বিপ্লব ঘটিয়েছেন। সাধারণ বৈকল্য শিশুদের নিয়ে অত্যন্ত আগ্রহের সঙ্গে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর কন্যা হয়ে সময়কে অপচয় না করে কাজে লাগিয়েছেন। যেটা এই বিভাগের সঙ্গে সামঞ্জস্য।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাইম প্রমুখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাকিম আরিফ।