থিয়েটার সুনামগঞ্জের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
থিয়েটার সুনামগঞ্জের বর্ষপূর্তি উপলক্ষে তিনদিনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলার শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই প্রতিযোগিতা শেষ হয়।
শহরের ছয়টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নাট্যদলের অংশগ্রহণে আন্তস্কুল নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলগুলো হলো- সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও আব্দুল আহাদ শাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল নির্বাচিত হয় সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নাট্যদল।
আন্তস্কুল নাট্য প্রতিযোগিতায় থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরীর সভাপতিত্বে নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার। বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপ্তি ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থিয়েটার সুনামগঞ্জের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক শ্রাবন্তি পুরকায়স্থ, সুন্দরমের সভাপতি শুক্লা রায় চৌধুরী, থিয়েটার সুনামগঞ্জের উপদেষ্টা আবৃত্তিকার শেখ রবিউল ইসলাম পুলক, কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রিপন চন্দ, নাট্যকার সামিনা চৌধুরী মনি, সংগীতশিল্পী রাকিবা চৌধুরী ঐশী, শিল্পকলা একাডেমির তবলার প্রশিক্ষক কপিল ঋষি, অমিত বর্মণ ও সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান রিদয় প্রমুখ।
পলিন বেগম ও তাজকিরা হক তাজিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এর আগে গত বৃহস্পতিবার চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং গতকাল শুক্রবার দিনব্যাপী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীতশিল্পী অভিজিৎ চৌধুরী, দেবদাস চৌধুরী রঞ্জন, সুশাসনের জন্য নাগরিক (সনাক) সদস্য কানিজ সুলতানা, রুনা শাহিন আরা লেইছ, সংগীতশিল্পী প্রদীপ কুমার চন্দ, সন্তোষ কুমার চন্দ মন্তোষ, কাসেম আল আজাদ, অরুণ তালুকদার ও অরূপ চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থিয়েটার সুনামগঞ্জের সদস্য তামিম রায়হান, জোবের আহমেদ, দ্বিপান্বিতা দে হিয়া, শাহসাজ পারভীন শিপা, আবু সাঈফ খান, পিয়ন, এস আর সোহান, নাজমুল হাসান জুনায়েদ, অহনা সাওতি দিশা, ফারজানা জান্নাত বেলী, তাহমিনা সুলতানা ফুল, বায়েজিদ আল শামায়ূন, দুর্বার শামিদ আদি ও আয়মান ইসলাম প্রিয়।
থিয়েটার সুনামগঞ্জের সহ-দলনেতা মেহেদী হাসান জানান, তিনদিনের প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। আগামী ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে পুরস্কার বিতরণ ও নাটক পরিবেশন করা হবে। ৭ এপ্রিল সন্ধ্যায় হাছন রাজা মিলনায়তনে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘জীবন সংকেতের’ পরিবেশনায় সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের সময় নিহত জগৎজ্যোতিকে নিয়ে নির্মিত নাটক ‘জ্যোতি সংহিতা’ প্রদর্শিত হবে।