‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ নামে সংগঠনের আত্মপ্রকাশ
তিন দফা দাবি নিয়ে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
গতকাল সোমবার রাতে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সুধীজনের এক জরুরি সভায় এই সংগঠনের কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, আইনজীবী স্বপন কুমার দাস রায়, আইনজীবী সালেহ আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় ও দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। সাংবাদিক বিন্দু তালুকদারকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, অ্যাডভোকেট সালেহ আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেরেনূর আলী, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দী, ডা. মুরশেদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান তালুকদার, সাংবাদিক লতিফুর রহমান রাজু, আইনজীবী এনাম আহমদ, আইনজীবী কল্লোল তালুকদার, প্রভাষক মশিউর রহমান, ‘আমরা হাওরবাসী’র সমন্বয়ক রুহুল আমিন, স্মৃতি রত্ন দাস, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, বিন্দু তালুকদার, মাছুম হেলাল, শামস শামীম, আমিনুল হক, দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েল, শহীদ নূর আহমেদ, উন্নয়নকর্মী সালেহীন চৌধুরী শুভ, এ কে কুদরত পাশা, ওবায়দুল হক মিলন, মাহবুব হোসেন, সাজ্জাদুর রহমান, সংস্কৃতিকর্মী শাহাবুদ্দিন আহমেদ, মেহেদী হাসান, উজ্জ্বল তালুকদার, সানোয়ার হাসান, খোরশেদ আলম, ছাত্র ইউনিয়নের সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি দ্বিপাল ভট্টাচার্য, সংগঠক আহমেদ মাসুম, সূর্য সেন রায়, এ এস মাহবুব।
সভায় অবিলম্বে সুনামগঞ্জ জেলাকে দুর্গত ঘোষণা, ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতিতে জড়িত সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও তাদের বিচারের আওতায় আনা এবং হাওরাঞ্চলের নদ-নদী-খাল-বিল খননের দাবি জানানো হয়েছে।
এ সংগঠনের সদস্য সচিব বিন্দু তালুকদার জানান, আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে একাত্মতা পোষণ করবেন।