টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবি : আরো দুই লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় আরো দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে হাওরের হাতিরগাতা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন হলো শিশু জুবায়ের হোসেন ও যুবক জাকির হোসেন। এর মধ্যে জুবায়েরের লাশ সকালে ও জাকিরের লাশ দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বুধবার বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে ফজল মিয়ার লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন তাহিরপুরের বাগলী ইউনিয়নের রতনপুর গ্রামের প্রয়াত মহরম আলীর ছেলে হযরত আলী।
গত মঙ্গলবার ভোররাতে সুনামগঞ্জের বাগলী থেকে নৌকা নিয়ে আটজন তাহিরপুরের তীর্থ মেলায় মিষ্টির দোকান নিয়ে যাচ্ছিলেন। পথে টাঙ্গুয়ার হাওরের হাতিরগাতা এলাকায় প্রবল ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি। ঝড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা আনোয়ারা বেগম, মোক্তার হোসেন, আলী নেওয়াজ ও আরিফ সাঁতরে তীরে আসেন। কিন্তু হযরত আলী, ফজল মিয়া, জুবায়ের হোসেন ও জাকির হোসেন নিখোঁজ হয়ে যায়। ওই দিন রাত পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান চালান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু প্রবল স্রোতে উদ্ধার অভিযান ব্যাহত হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, নিখোঁজ হওয়া চারজনের মধ্যে এক শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।