মানিকগঞ্জে পৌর জামায়াতের আমিরসহ আটক ৬
নাশকতায় জড়িত সন্দেহে মানিকগঞ্জ পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম মনির ও বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে গত মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক (ডিআইও-১) মাহবুব আলম জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় যেকোনো ধরনের ধ্বংসাত্মক ও সহিংস ঘটনা নিবারণমূলক বিশেষ অভিযান চালিয়ে মানিকগঞ্জ পৌর জামায়াতের আমির জরিনা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম মনিরকে আটক করা হয়। এ ছাড়া সিংগাইর থানা এলাকা থেকে বিএনপিকর্মী মো. সুমন (২৫), মো. রুবেল (২৫) ও মো. বিল্লাল (৪৫) এবং ঘিওর থানা এলাকা থেকে মো. মনির প্রধান (৩৫) ও মো. শেখ দেলোয়ার আহম্মেদ চঞ্চলকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলায় আরো ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, হরতালে মানিকগঞ্জে কোনো প্রভাব নেই। আজ বুধবারও শহরের দোকানপাট খোলা রয়েছে। রিকশা, ভ্যান, ইজিবাইকসহ অন্যান্য হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে কিছু কিছু দূরপাল্লার যান চলাচল করছে। তবে মিনিবাস, লোকাল বাস, ট্রাকসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।