যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক ছাত্রী। আজ শুক্রবার কোতোয়ালি থানায় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেন ওই বিভাগেরই এক শিক্ষার্থী। পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার পর আমরা একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেছি। তিনি তদন্তকাজ শুরু করেছেন।’
এর আগে গত মে মাসে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছিলেন। এরপর বিষয়টি তদন্তে অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, অধ্যাপক ড. সেলিনা বেগম এবং অধ্যাপক ড. মীর মোশারফ হোসেনের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সেই কমিটি এখনো কোনো প্রতিবেদন দিতে পারেনি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার এনটিভি অনলাইনকে বলেন, ‘ওই ছাত্রীর দেওয়া অভিযোগ তদন্ত করছে একটি কমিটি। বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা, গরমের ছুটি ইত্যাদি কারণে এ কমিটি যথাসময়ে প্রতিবেদন দিতে পারেনি। এসব কারণে হয়তো সেই শিক্ষার্থী কমিটির ওপর আস্থা রাখতে পারেনি। কমিটিতে আস্থা না পেলে সে মামলা করতেই পারে।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী হওয়ার সুবাদে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের ওই শিক্ষক প্রায়ই ছাত্রীর বাসায় যেতেন। একপর্যায়ে ২০১৩ সালের ২৭ জুন সন্ধ্যায় শিক্ষক ছাত্রীটির বাসায় গিয়ে প্রশ্নপত্র দেওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁকে বিয়ে করবেন বলে নিয়মিত ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ অব্যাহত রাখেন।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ওই ছাত্রী বিয়ের প্রস্তাব দিলে শিক্ষক নানা কৌশলে এড়িয়ে যান। ১৫ জুন আবারও প্রস্তাব দিলে তিনি বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে কোনো রকম কথা বললে হত্যার হুমকিও দেওয়া হয় বলে ওই ছাত্রী মামলার এজাহারে অভিযোগ করেন।