বরুড়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা
কুমিল্লার বরুড়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার খোশবাস (উত্তর) ইউনিয়নের নারায়ণপুর দিঘির পাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আহত প্রবাসী বিল্লাল মিয়ার স্ত্রী লাভলী আক্তারকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জিডিতে অভিযোগ করা হয়, নারায়ণপুর এলাকার রাসেল মিয়া, ফয়সাল মিয়াসহ কয়েকজন সন্ত্রাসী বিভিন্ন সময়ে লাভলী আক্তারকে উত্ত্যক্ত করত। তাদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় বিভিন্ন সময়ে লাভলী ও তাঁর সন্তানদের মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।
শুক্রবার বিল্লাল মিয়ার বাড়িতে খোঁজখবর নিতে আসে রাসেল, ফয়সালসহ আরো সাত-আটজন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা লাভলীর ওপর হামলা চালায়। এ সময় লাভলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যায় বলে জিডিতে অভিযোগ করা হয়।
পরে স্থানীয়রা আহত লাভলী আক্তারকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় লাভলীর পরিবারের পক্ষ থেকে মো. দুলাল মিয়া বাদী হয়ে জিডি করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাসেল ও ফয়সাল মিয়ার নামে সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে।