সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা দাবি বিএনপির
পাউবো, ঠিকাদার, পিআইসির দুর্নীতিবাজদের বিচারের আওতায় এনে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার শহরের পৌর বিপণি এলাকায় এক সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির আহ্বায়ক ও দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল হক, জেলা কৃষক দলের সভাপতি এ টি এম মিসবাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাউবো, ঠিকাদার, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিরা হাওর রক্ষা ফসলের বেড়িবাঁধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নিম্নমানের কাজ করায় জেলার সব কটি হাওরের বাঁধ ভেঙে কাঁচা-আধাপাকা ফসল পানিতে তলিয়ে গেছে। অবিলম্বে জেলাকে বন্যাদুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার দাবি জানান নেতারা।
কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে জেলার প্রায় দুই লাখ হেক্টর জমির ফসল।