চান্দিনায় কাঠমিস্ত্রির লাশ উদ্ধার
কুমিল্লার চান্দিনার হারং এলাকা থেকে সন্তোষ সরকার ( ৫৫) নামে এক কাঠ মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আব্দুলি পাড় এলাকার মৃত যোগেশ সরকারের ছেলে। আজ শনিবার সকালে একটি ফসলি জমির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গেলে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে চান্দিনা থানা থেকে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী শিখা রানী সরকার জানান, প্রতিদিনের মতো তাঁর স্বামী সন্ধ্যার আগে চা খাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যান। রাতে ঘরে না ফিরলে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। পরে সকালে তার মরদেহ দেখে প্রতিবেশীরা খবর দিলে স্বামীর লাশ সনাক্ত করেন তিনি। রানী সরকার আরো জানান, এলাকায় তার স্বামীর সঙ্গে জমি ও টাকা নিয়ে কিছু মানুষের বিরোধ ছিল।
এ বিষয়ে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মহিউদ্দিন আহমেদ জানান, প্রাথমিক তদন্তে শ্বাস রোধের আলামত পাওয়া গেছে। তবে ফরেনসিক রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।