বন্যায় ফসল নষ্ট, পাউবো কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি
সুনামগঞ্জে বন্যায় ফসল নষ্টের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, ঠিকাদার, পিআইসির দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার বিকেলে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জেলার কৃষকরা। ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব বিন্দু তালুকদার, মাসুম হেলাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমদ, নাট্যকর্মী সামির পল্লব, তামিম রায়হান, অমিত বর্মণ, আবু সালেহ, পাগলা বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন, সাংস্কৃতিককর্মী ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়াবিদ শাহিন রহমান ও ব্যবসায়ী দেলোয়ার হোসাইন।
সমাবশে বক্তারা পাউবো, ঠিকাদার, পিআইসির দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচারে আওতায় আনার দাবি জানান। এ ছাড়া আগামী ১৩ এপ্রিল সুনামগঞ্জে কৃষক সমাবেশ করে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচিকে সফল করারও আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।
এর আগে পাগলাবাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ১৩ এপ্রিলের সমাবেশের লিফলেট বিতরণ করা হয়।
এদিকে একই দাবিতে ধর্মপাশা উপজেলার মধ্যনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেন কৃষকরা।
গত ১৫ দিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের ৯০ ভাগ ফসল তলিয়ে যায়। এই ঘটনায় জেলাজুড়ে কৃষকদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।