সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণে ‘অনিয়মের’ সঙ্গে জড়িত কর্মকর্তা, ঠিকাদারদের শাস্তির দাবি করেছে সুনামগঞ্জের একাধিক সংগঠন। একই সঙ্গে ওই জেলাকে ‘দুর্গত’ ঘোষণার দাবিও জানানো হয়।
এসব দাবিতে আজ বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঘেরাও করার উদ্যোগ নেয় এসব সংগঠন। তবে বাধা পেয়ে শহরের কাজীর পয়েন্ট এলাকায় সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার পূর্বনির্ধারিত আলফাত উদ্দিন স্কয়ারে ঘেরাও কর্মসূচিতে বেলা ১১টা থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে কৃষক ও সাধারণ মানুষ একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল কাজীর পয়েন্ট এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ড অভিমুখে রওনা দেয়। বিক্ষোভ মিছিলটি কাজীর পয়েন্ট এলাকায় গেলে পুলিশ থামিয়ে দেয়। পরে সেখানেই সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় কর্মসূচিতে অংশ নেয় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, জেলা মহিলা পরিষদ, জেলার বিভিন্ন উপজেলার কৃষকসহ সর্বস্তরের মানুষ।
সমাবেশে বক্তব্য রাখেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা উদীচীর সভাপতি নারী নেত্রী শিলা রায়, সাংবাদিক বিজন সেন রায়, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আন্দোলনের নেতা রুহুল তুহিন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেরেনূর আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এনাম আহমদ, সাংবাদিক শামস শামীম প্রমুখ।
এর আগে আলফাত উদ্দিন স্কয়ার অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা, ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সাংস্কৃতিককর্মী সামির পল্লব, শহিদ নূর আহমেদ, কৃষক নেতা আবদুল কাইয়ূম সমাবেশে বক্তৃতা করেন।