স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ‘৪০’
স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুটি পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় লোকজন। তবে পুলিশের দাবি, ওই সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চেচান গ্রামে সিপিবি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে চেচান গ্রামে তালুকদার গোষ্ঠী ও কৈয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে এই দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সিপিবি উচ্চ বিদ্যলয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলাকালে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, চেচান গ্রামে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। আজ স্কুল কমিটির নির্বাচন নিয়ে ওই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।