অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চেক প্রতারণার মামলায় চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এক কোটি ৬৭ লাখ টাকার একটি চেক প্রতারণার মামলায় আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ পরোয়ানা দেন।
বাদীপক্ষের আইনজীবী রোকন রেজা শেখ এনটিভি অনলাইনকে জানান, আজ মামলার আসামি আহমেদ শরীফের হাজিরের জন্য দিন নির্ধারণ ছিল। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে চলতি বছরের ৫ মার্চ চেক প্রতারণার অভিযোগ এনে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন মোশারফ হোসেন সুমন নামের এক ব্যক্তি।
পরে ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত মামলাটি আমলে নিয়ে আহমেদ শরীফকে আজ সশরীরে হাজিরের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, আহমেদ শরীফের কাছে এক কোটি ৬৭ লাখ টাকা পেতেন বাদী মোশারফ হোসেন। টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ একটি চেক দেন।
গত বছর ২২ মে তিনি যখন টাকা তোলার জন্য উত্তরা শাখায় চেকটি জমা দেন, তখন তা ডিজঅনার হয়। পরে একই বছরের ১১ ডিসেম্বর চেকটি ডিজঅনার হয়।
সর্বশেষ মোশারফ হোসেন চলতি বছরের ৫ জানুয়ারি উকিলের মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন। আহমেদ শরীফ নোটিশের কোনো জবাব না দেওয়ায় আদালতে এসে মামলা করেন মোশারফ হোসেন।