দিরাইয়ের হাওরগুলোতে পচা গ্যাস দূরীকরণের উদ্যোগ
দিরাই উপজেলার বিভিন্ন হাওরে পানির পচা গ্যাস দূর করার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এরই অংশ হিসেবে পানিতে ছিটানো হয়েছে খনিজ পদার্থ জিওলাইট ও পেট্রলজাতীয় পদার্থ গ্যাসোলিন।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই দুটি পদার্থ ছিটানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার উদখল হাওর, উদখল বিল, হাতনি বিল, জুরী পানজেরী, সরমংগলের জালিয়া বিলসহ বিভিন্ন হাওরে পানির পচা গ্যাস দূর করতে এবং মাছের নিরাপদ অভয়াশ্রম টিকিয়ে রাখতে প্রায় দুই হাজার কেজি জিওলাইট ও গ্যাসোলিন ছিটানো হয়।
ওই সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুজ্জামান পাভেল, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছবি আক্তার প্রমুখ।
কয়েকদিন ধরে দিরাই উপজেলা বিভিন্ন হাওরে তলিয়ে যাওয়া ধান পচে দূষিত হয়েছে পানি। এতে পাড়ে ভেসে উঠছে মাছ। আর পচা দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো হাওর এলাকায়। এতে সমস্যা হচ্ছে হাওরপাড়ের মানুষের শ্বাস-প্রশ্বাসের।
এ বিষয়ে দিরাই উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান বলেন, ‘হাওরের পানির নিচে ব্যাপক পরিমাণে ধান গাছ পচে এমোনিয়া নামের এক প্রকার ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয়েছে। এর প্রতিক্রিয়ায় ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে।’
‘আমরা এ গ্যাস কমাতে বিভিন্ন হাওর ও বিলে জিওলাইট ও গ্যাসোলিন প্রদান করছি যাতে পানিতে এ গ্যাসের পরিমাণ কমে আসে।’