‘বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িতদের ব্যবস্থা নেবে দুদক’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. বেলাল হোসেন বলেছেন, সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিময় দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দুদক আইনগত ব্যবস্থা নেবে।
ক্ষতিগ্রস্ত ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা জানান দুদকের তিন সদস্যের প্রতিনিধিদলের প্রধান মো. বেলাল হোসেন।
বেলাল হোসেন বলেন, এ বিষয়ে দুদক চেয়ারম্যানও বলেছেন যারা দুর্নীতির সঙ্গে জড়িত বা সাহায্যে করেছে সে যারাই হোক, যদি পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার কিংবা পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) লোকই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা সঠিকভাবে বাঁধের কাজ করেনি তাদেরও কারো কোনো বিল পরিশোধের কোনো আইন নেই।
দুদক পরিচালক জানান, তাঁরা সকাল থেকে তিনটি হাওর পরিদর্শন করেছেন। তবে সেখানে কোনো পিআইসি কিংবা ঠিকাদারদের কাউকে দেখতে পাননি।
এদিকে, ভালো করে তদন্ত করে এলে কি হয়েছে সে বিষয়ে জানা যাবে বলেও জানান দুদক পরিচালক। আরো বিশেষজ্ঞ দল এসে সব হিসেব করে দেখবেন কারা কারা এর সঙ্গে জড়িত।
এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক আবদুর রহিম, সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি এবং সিলেটের দুদকের পরিচালক রেবা হাওলাদার।