বগুড়ায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত দুই
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের সহকারী ও এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জানান, ভোর ৬টায় রংপুর থেকে ছেড়ে আসা পিকআপ বাঘোপাড়া এলাকায় পৌঁছালে সেখানে উল্টো দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬-১৩১৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের সহকারী আসাদুজ্জামান (২৫) ও পথচারী রাহেলা (৫৫) নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আসাদুজ্জামান জয়পুরহাট জেলার কুমার গ্রামের এবং রাহেলা সদর উপজেলার শেখেরকোলা গ্রামের বাসিন্দা।