ইবিতে আজও ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের তালা
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা আজ মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এর আগে গতকাল সোমবার তাঁরা উপাচার্যের কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা আজ মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের সামনে ও পেছনের দুই ফটকেই তালা লাগিয়ে দেন। পরে বিভিন্ন অনুষদের ফটকেও তালা ঝুলিয়ে দেন।
এদিকে সকাল থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো পরিবহন ক্যাম্পাসে যায়নি। জানা গেছে, সকালে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা দুই জেলা থেকে পরিবহন ছাড়ার সময় বাধা দেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলে বাধা দানের বিষয়টি দুই জেলার পুলিশ সুপারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর বিষয়টি মীমাংসার জন্য আজ সকাল সাড়ে ১০টা থেকে তাঁর বাসায় ইবি প্রশাসন জরুরি বৈঠক করে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে গত শনিবার নিয়োগ বোর্ডে নিয়োগ পাওয়া আটজনের বেশির ভাগই জামায়াত ও বিএনপিপন্থী বলে দাবি করেন ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা। এ কারণে তাঁরা চাকরি থেকে বঞ্চিত হতে পারেন আশঙ্কায় সিন্ডিকেট সভা বন্ধ করতে গতকাল সোমবার দুপুরে প্রশাসনিক ভবন ও উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
এ বিষয়ে উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান জানান, চাকরি না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো রকম কাজকর্ম করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। তাঁরাই এসব তালা দেওয়ার কাজটি করেছেন।