হাওরের পানি পরীক্ষায় সুনামগঞ্জে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে সম্প্রতি মাছসহ বিভিন্ন প্রাণী মরে যাওয়ার ঘটনায় ও বাতাসে দুর্গন্ধের কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি দল পানির নমুনা সংগ্রহ করেছে।
আজ সোমবার সকালে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সরোয়ার ইমতিয়াজ হাসমীর নেতৃত্বে ওই দল নমুনা সংগ্রহ করে। ওই দলটি আজ জেলার টাঙ্গুয়ার হাওর, শনির হাওরসহ বেশ কয়েকটি হাওর পরিদর্শন করে পানি সংগ্রহ করে।
কাজী সরোয়ার ইমতিয়াজ হাসমী জানান, তাঁরা বিভিন্ন হাওরে গিয়ে পানির ওপর, মধ্যম ও নিচের স্তরের পানি সংগ্রহ করছেন। এ পানি ঢাকার ল্যাবে নিয়ে পরীক্ষা করা হবে। এর পরেই বোঝা যাবে পানিতে কেন অক্সিজেন কমে গেল এবং বাতাসে দুর্গন্ধ ছড়াল।