নেত্রকোনায় পল্লীচিকিৎসককে কুপিয়ে হত্যা
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পল্লীচিকিৎসক মালিক রুবেল হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার উত্তর জগদীশপুর গ্রামে একটি মৎস্য খামারে গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক স্থানীয়দের বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, রাতে রুবেল তাঁর নিজের মৎস্য খামারেই ঘুমাতেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মুঠোফোনে বারবার চেষ্টা করে তাঁকে না পেয়ে খামারে থাকা অন্য কর্মচারীদের ফোন করা হয়।
তাঁরা গিয়ে রুবেলের রক্তাক্ত দেহ দেখতে পান। গুরুতর অবস্থায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান রুবেল।
আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।