হাওরের মরা মাছ না খাওয়ার নির্দেশ
সুনামগঞ্জের ছোট হাওরগুলোতে গত এক সপ্তাহ সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা থাকার পর তা প্রত্যাহার করা হয়েছে। তবে হাওরের মরা মাছ না খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই ঘোষণা দেন। জেলা প্রশাসকের অফিসে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা জানান।
গত ১৯ এপ্রিল সুনামগঞ্জের হাওরগুলোতে ফসল রক্ষাবাঁধ ভেঙে ৯০ ভাগ বোরো ধান নষ্ট হয়ে পানিতে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। এতে জেলার বেশির ভাগ হাওরের মাছ মরে ভেসে ওঠে। ওই মাছে বিষাক্ত কোনো রাসায়নিক দ্রব্য থাকতে পারে ও মাছ খেয়ে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে এই শঙ্কায় আক্রান্ত ছোট হাওরগুলোতে মাছ ধরার ওপর নিষেজ্ঞা দেওয়া হয়।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, জেলার ছোট ছোট হাওরগুলোতে ধান নষ্ট হয়ে পানিতে অ্যামোনিয়া গ্যাস হয়ে মাছ মারা যাচ্ছিল। এ জন্য সাতদিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বর্তমানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পানির স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। তাই আগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, এই মাছ খেয়ে যাতে কেউ অসুস্থ না হয় তাই মাছ ধরতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে যাতে পানিতে নেমে পানি না ঘোলা করা হয়। পানি ঘোলা কম হলে পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়বে।
গত ২০ থেকে ২৫ দিনের টানা ভারি বর্ষণে সুনামগঞ্জের ৯০ ভাগ বোরো ফসল পানির নিচে তলিয়ে যায়। এই ধান পানিতে নষ্ট হয়ে জেলার বেশির ভাগ হাওর ও নদীর ৫০ টন মাছ মরে যায়।