আজ ঢাকায় আসছেন ডেভিড ক্যামেরন
একদিনের ব্যক্তিগত সফরে আজ ঢাকায় আসছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সংক্ষিপ্ত এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ক্যামেরন যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
এ ছাড়া ক্যামেরন ডিএফআইডির অর্থায়নে একটি প্রকল্প এবং একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন।
ক্যামেরন ফ্রাগলিটি কমিশনের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) এরই একটি কার্যক্রম।