সুনামগঞ্জে ওএমএসের কার্যক্রম পর্যবেক্ষণে অতিরিক্ত সচিব
সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি ও খোলা বাজারে (ওএমএস) ১৫ টাকা কেজি মূল্যের চাল বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব মোহাম্মদ ফয়জুর রহমান আজ বুধবার সকাল থেকে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় ওএমএসের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে কি না এ বিষয়ে পরিদর্শন করেন। এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ অতিরিক্ত সচিবকে তাদের কষ্টের কথা ও নানা অভিযোগ তুলে ধরে।
অতিরিক্ত সচিব এ সময় তাদের আশ্বস্ত করে জানান, তারা সরকারের কাছে খোলা বাজারে ২০০ জনের পরিবর্তে ৪০০ জনকে দেওয়ার জন্য লিখেছেন।
মোহাম্মদ ফয়জুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে সুনামগঞ্জের খোলা বাজারে ১৫ টাকা মূল্যের চাল ও সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা যাতে সুষ্ঠুভাবে বণ্টন করা হয় সেজন্য ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে সুনামগঞ্জের জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য পাঠানো হয়েছে।