চান্দিনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুমিল্লার চান্দিনায় মানিক মিয়া (৩২) নামের তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি চান্দিনার মহিচাইল গ্রামে।
চান্দিনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর জানান, মানিক মিয়া ২০০৯ সালে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দীর্ঘদিন তিনি আত্মগোপন করে ছিলেন। তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি মহিচাইল থেকে মানিককে গ্রেপ্তার করেন।