নির্বাচনে না এলে বাটি চালান দিয়ে বিএনপিকে পাওয়া যাবে না
স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে না এলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
আজ রোববার বিকেলে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করছেন। তিনি একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইতে হবে। এ সময় তিনি বলেন,
আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।
নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে। দেশে যে উন্নয়ন চলছে, তারা সব বন্ধ করে দেবে।
মন্ত্রী বলেন, ‘গত তিন বছরে গাজীপুরে ৩০০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণসহ অনেক কিছু করেছি। আগামী দেড় বছরে গাজীপুরে স্বাস্থ্য খাতে আরো ৬০০ কোটি টাকা ব্যয় করা হবে, যাতে সাধারণ মানুষ হাসপাতালে সুচিকিৎসা পায়। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে।’
স্বাস্থ্য বিভাগের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সদস্য সংসদ সদস্য (এমপি) জাহিদ আহসান রাসেল ও সিমিন হোসেন রিমি।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আখতারউজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. হাবিব উল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সভাপতি ডা. আমীর হোসাইন রাহাত প্রমুখ।
এর আগে মন্ত্রী দুপুরে গাজীপুরের টঙ্গীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মালেকের বাড়ি এলাকায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ভবন উদ্বোধন করেন। এ ছাড়া তিনি পর্যায়ক্রমে গাজীপুরে নার্সিং কলেজ, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং পাঁচটি ১০ শয্যার মা ও শিশু কল্যাণকেন্দ্র উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।