মোহনগঞ্জে ইয়াবাসহ তিন যুবক আটক
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলা সদরের দৌলতপুর নতুনপাড়া থেকে তাদের আটক করা হয়।
এঁরা হলেন হৃদয় চন্দ্র সরকার (২১), রূপম চন্দ্র সরকার (২০) ও তুষার চন্দ্র বণিক (২০)। আজ বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক এনটিভি অনলাইনকে জানান, তিন যুবকের কাছ থেকে ৪৭টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।