ঝিনাইদহে জামায়াতের ৯ নারীকর্মী আটক
ঝিনাইদহ জেলা শহরের একটি বাসা থেকে জামায়াতের নয় নারীকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টায় শহরের ব্যাপারীপাড়ার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এনটিভি অনলাইনকে জানান, আটক জামায়াতের নারীকর্মীরা সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিলেন। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আটককৃতরা হলেন সোমাইয়া বেগম (৪০), ফাতেমা তুজ জোহরা (৫২), জোবাইদা সুলতানা (৪০), শেফালী খাতুন (২৭), শারমিন আক্তার (৩৫), রীনা খাতুন (৩২), কবিতা বেগম (৩২), জলি খাতুন (২৭) ও রোকেয়া বেগম (৩৮)। তাঁদের বাড়ি জেলা সদরের আরাবপুর সড়ক এলাকায়।
যে বাড়িতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বাড়ির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহসীন আলী বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।