ভাঙনরোধে মেঘনাপাড়ে মানববন্ধন
মুন্সীগঞ্জে মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবিতে নদীপাড়েই মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ সোমবার গজারিয়া উপজেলার ইসমানিচর গ্রামের শত শত নারী-পুরুষ মেঘনা নদীর পাড়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে।
স্থানীয়রা জানান, ১৫ বছর ধরে ব্যাপকভাবে ভাঙছে মেঘনা নদী। এ ভাঙনের মুখে আছে গ্রামের এক-দেড় হাজার পরিবার। দ্রুত ভাঙন রোধ করতে না পারলে যে কোনো সময় গ্রামটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।
প্রতিনিয়ত পাড় ঘেঁষে বালু উত্তোলনের ফলে এ ভাঙনের সৃষ্টি হয়েছে অভিযোগ করে স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা গত তিন-চার বছর আগে জরিপ করে গেলেও ভাঙন প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।