কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নছিমনচালক নিহত
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নছিমনচালক রুবেল হোসেন (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, আজ সকালে রুবেল হোসেন তাঁর শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন। নছিমনটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর স্থানে পৌঁছালে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নছিমনের চালক রুবেল নিহত হন। আহত হন নছিমনে থাকা ছয় যাত্রী।
তাঁদের মধ্যে গুরুতর আহত হরিনারায়ণপুরের রবিউল (৪০) ও শহিদুল ইসলাম (৪২) এবং পূর্ব মজমপুরের আলম হোসেনকে (৩৬) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নছিমনচালক রুবেল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুরের আবদুল হাকিমের ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবদুল খালেক।