সাত ভুয়া চাকরিদাতা আটক
চাকরির আশ্বাস দিয়ে প্রতারণা করার অভিযোগে সাতজনকে আটক করেছে র্যাব। এর মধ্যে তিনজন নারী। আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে একটি ভবন থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ‘প্রতারণার শিকার’ ১৪ জন উপস্থিত ছিলেন।
র্যাব ৩-এর উপপরিচালক (ডেপুটি ডিরেক্টর) মেজর মহিউদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘এই প্রতারক চক্র ২০১৪ সালের ১ জুলাই থেকে এখানে আছে। এর আগে বিভিন্ন এলাকায় থেকে বিভিন্নভাবে প্রতারণার কাজ করেছে। বায়িং হাউস, টেক্সটাইলসহ পোশাকশিল্পের বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে তারা টাকা নিত।’