অর্থমন্ত্রী ‘দুষ্টুদের’ তালিকা প্রকাশ করবেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থ পাচারে জড়িত ‘দুষ্টু’ লোকদের তালিকা প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ আশাবাদ ব্যক্ত করেন।
urgentPhoto
আসাদুজ্জামান রিপন বলেন, ‘সরকারের অর্থমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব, যারা জনগণের টাকা তছনছ করেছে, যারা জনগণের টাকা লুটপাট করেছে, জনগণের সামনে তাদের নাম-ঠিকানা প্রচার করে তাঁরা দিন। জনগণের টাকা দিয়ে ওই ব্যাংকগুলোকে বাঁচানোর নামে আবার লুটপাটের অবারিত ক্ষেত্র তৈরি করা হবে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন করে না।’ এ সময় তিনি আরো বলেন, ‘আমরা আশা করব, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মাননীয় অর্থমন্ত্রী, তিনি, তাঁর ভাষায় দুষ্টু লোকদের তালিকা প্রকাশ করবেন।’
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক উল্লেখ করেন, যারা জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে, তারা শাসক দলের। তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিশ্বব্যাংকের প্রকাশিত তালিকায় বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশ হওয়ার বিষয়ে রিপন বলেন, সরকারের লুটপাটের কারণে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারেনি।