খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন নয় : বিএনপি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাদের সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আরেকটি ধোঁয়াশার নির্বাচন করলে সংকট আরো বাড়বে। রাজধানীর নয়াপল্টনে আজ রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
গত শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্যের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘খালেদা জিয়াকে আগামী নির্বাচনে বাদ দেওয়ার সরকারি চক্রান্ত জনগণ মেনে নেবে না।’
আসাদুজ্জামান রিপন বলেন, ‘সরকার যদি আবার কোনো নীল নকশা করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চিন্তা করে অথবা বিএনপির নেতৃত্বকে অযোগ্য ঘোষণা করার কোনো নীলনকশা যদি সরকার করে থাকে; তাহলে আমি মনে করি সরকারের সংকট শেষ হলো না। সরকারের যে সংকট শুরু হয়েছে তা তো বাড়তেই থাকল।’
আসাদুজ্জামান আরো বলেন, ‘হাসানুল হক ইনুর মতো যেসব লোক যাদের ভোটে পাস করার কোনো যোগ্যতা নেই, তাঁদের প্রেসক্রিপশন নিয়ে কোনো রকম চোরাগলির পথে হাঁটাটা সরকারের জন্য শুভ বিষয় হবে বলে আমরা মনে করি না।’
দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হতেই থাকবে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান। এ সময় সুন্দরবনের কাছে বিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিং নির্মাণের সরকারি সিদ্ধান্তেরও সমালোচনা করেন বিএনপির মুখপাত্র।