মডেল একাডেমি থেকে পেট্রলবোমা, ককটেল উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়া থেকে আজ বৃহস্পতিবার ঢাকা জেলা উত্তর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুল বশিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আশুলিয়ার মধ্যগাজীর চট এলাকার গাজীর চট আবদুল বাছেদ মডেল একাডেমি থেকে ছয়টি পেট্রলবোমা, ১২টি ককটেল ও দু-তিন কেজি গান পাউডারসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবদুল বশির ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করতেন।
সহকারী পুলিশ সুপার (এএসপি-সাভার সার্কেল) রাসেল শেখ সাংবাদিকদের জানান, ঢাকা জেলা উত্তরের ডিবির একটি দল আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আশুলিয়ার ইউনিক এলাকা থেকে বশিরকে গ্রেপ্তার করে। পরে বশিরের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যগাজীর চট এলাকার গাজীর চট আবদুল বাছেদ মডেল একাডেমিতে অভিযান চালানো হয়। বশির প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন।
‘সেখানকার কক্ষগুলোতে অভিযান চালিয়ে দু-তিন কেজি গান পাউডারসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া অধ্যক্ষের কক্ষের ব্যক্তিগত লকার থেকে ছয়টি পেট্রলবোমা, ১২টি ককটেল উদ্ধার করা হয়।’
নাশকতার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বশিরকে পুলিশ খুঁজছিল বলে জানান রাসেল শেখ।