‘ছিটবাসীর মতামতের ভিত্তিতে নাগরিকত্ব’
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল নীলফামারীর ডিমলা উপজেলার অভ্যন্তরে অবস্থিত চারটি ছিটমহল পরিদর্শন করেছেন। শুক্রবার প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শনে আসেন। এ সময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মোহম্মদ রহমাতুল মনিম।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব বলেন, ‘ছিটমহলবাসী নাগরিকত্বসহ সকল সুযোগ-সুবিধা পাবেন। তাদের মতামতের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে।’
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মোস্তফা আবিদ খান, অতিরিক্ত রংপুর বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিনু শীল, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম, নীলফামারীর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফিরোজ কবীর, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নীলফামারীর ডিমলা উপজেলার চারটি ছিটমহলের আয়তন ১৬৮ দশমিক ৪৮ একর। মোট লোকসংখ্যা ৫৩২ জন। পরিবার সংখ্যা ১১৯টি।