ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটি
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২৮তম জাতীয় সম্মেলন উপলক্ষে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।
আগামী ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম দ্বিবার্ষিক সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে ছাত্রসমাজের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের সম্মেলন সফল করার জন্য আহ্বায়ক কমিটি ও ১৩টি উপকমিটি গঠন করা হয়েছে। গঠিত উপকমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের ছাত্রলীগের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে স্ব-স্ব উপকমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে আগামী ৬ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে।