সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে গো-খাদ্য বিতরণ
সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে সরকারিভাবে ১০ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের প্রাণিসম্পদ অধিদপ্তরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ফসলহারা ৩৫টি কৃষক পরিবারের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়।
গো-খাদ্য বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা।
এ সময় আরো বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মোতালিব ও ভেটেরিনারি সার্জন এ কে এম লুৎফুজ্জামান। এ ছাড়া আজ দুপুরে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেখার হাওরে এক টন পোনা মাছ অবমুক্ত করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন জানান, জেলার প্রতি উপজেলায় গো-খাদ্যের জন্য ৭৫ হাজার টাকা করে বরাদ্দ এসেছে। আজকে সুনামগঞ্জ সদরে ৩৫টি পরিবারের মধ্যে ১০ কেজি করে গো-খাদ্য বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরো বরাদ্দ আসবে।