দুই বাংলাদেশির লাশ ফেরত দিল ভারতীয় কর্তৃপক্ষ
দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। গত বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তাদের মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার হেলেঞ্চা থানা পুলিশ ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের কাছে দুজনের লাশ হস্তান্তর করে। নিহত দুই ব্যবসায়ী হলেন আমিরুল ও ফয়েজ।
মহেশপুরে সীমান্তের লেবুতলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
বিজিবির পক্ষে যশোর ২৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন ও ভারতের পক্ষে কৃষ্ণনগর বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি ডিকে প্রামাণিক বৈঠকে নেতৃত্ব দেন। এতে বাংলাদেশের পক্ষ থেকে দুই নাগরিককে গুলি করে হত্যার প্রতিবাদ জানানো হয়।