নাটোরে হত্যা, ডাকাতির অভিযোগে আটক ৪
নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ আন্তজেলা অপরাধচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের কাছ থেকে হাতকড়া, ডাকাতি করার সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, শনিবার ভোরে গুরুদাসপুর উপজেলার নাড়িবাড়ি এলাকায় আবদুল করিম নামের এক অটোভ্যান চালককে মারধর করে ভ্যানটি ছিনিয়ে পালানোর চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এ সময় ভ্যানচালকের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে শহিদুল ইসলাম শীতল নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। শীতলের স্বীকারোক্তি অনুযায়ী পাশের বড়াইগ্রাম উপজেলার ভরট এলাকা থেকে শহিদুল ইসলাম ভম্বু, শরিফ ও সাইদুর রহমানকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।