নাটোরে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের ধর্মঘট
কর্মচারীদের হয়রানিমূলক বদলি বন্ধ, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, নিম্নমানের সরঞ্জাম ক্রয় বন্ধ, ডিজিএম জাকির হোসেনের অপসারণসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে নাটোরের সিংড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কর্মচারীরা।
আজ রোববার সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির সিংড়া আঞ্চলিক কার্যালয়ের কর্মচারীরা কর্মবিরতি পালন করে। পরে দুপুরে আন্দোলনকারীরা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন তোজাম্মেল হোসেন, জাহিদ হাসান প্রমুখ।
এ দিকে ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা। অনেক এলাকায় বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলেও ধর্মঘটের কারণে সেগুলো মেরামত করা যাচ্ছে না।
এ ব্যাপারে ডিজিএম জাকির হোসেন বলেন, সার্ভিস অর্ডার ইস্যু করে কর্মচারীদের কাজে যোগ দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।